‘বৃহন্নলা’ এবার ভেনিস ফিল্ম মার্কেটে
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:০০,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮২ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। বাংলাদেশি চলচ্চিত্র ইউরোপের অন্যতম বড় এই ফিল্ম বাজারে যাওয়ার ঘটনা এটিই প্রথম।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘বৃহন্নলা’ ইতিমধ্যেই দেশ-বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পেয়েছে সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেত্রীর পুরস্কার। চলচ্চিত্রটি সিঙ্গাপুর, ইতালি, ভারতের দিল্লি ও জয়পুরসহ বেশ কয়েকটি জায়গায় সাড়া জাগিয়েছে।
‘বৃহন্নলা’ প্রযোজনা করেছেন ফিল্ম হকার, সহযোগী প্রযোজনায় এটিএন বাংলা। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার প্রমুখ।
আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই ফিল্ম উৎসব।