গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
প্রকাশিত হয়েছে : ১:১৮:১১,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৪২ বার পঠিত
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, গাজীপুর মহানগরীর পূর্ব বাহাদুরপুর এলাকার জাহাঙ্গীর আলম। ফাঁসির রায়ের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য দুই আসামি জাহানারা বেগম ও জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবিএম আফফান জানান, নগরের পূর্ব বাহাদুরপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭) তার স্ত্রী আয়েশা আক্তার লিজা (২৮) কে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ই আগস্ট মারধর করেন। তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর আলম, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে জাহাঙ্গীরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফজলুল কাদের ও স্পেশাল পিপি এবিএম আফফান।