পেরুতে মাদকবাহী বিমান ভূপাতে আইন
প্রকাশিত হয়েছে : ২:৩৪:১৫,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পেরুতে ছোট ছোট বিমান ব্যবহার করে মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় মাদক পাচার প্রতিরোধে দেশটির কংগ্রেস নতুন আইন অনুমোদন দিয়েছে। এই আইনে বিমান বাহিনীকে সন্দেহজনক মাদক বহনকারী বিমান ভূপাতিত করার অনুমতি দেয়া হলো। শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার পেরুর কংগ্রেসে কোনো বিরোধিতা ছাড়াই বিলটি পাস হয়। ৮৯ সদস্যের কংগ্রেসের সবাই বিলটির পক্ষে ভোট দিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে যে, পেরুতে সবচেয়ে বেশি কোকেইন উৎপাদন করা হয়। দেশটির মাদকবিরোধী সংস্থা বলছে, উৎপাদিক কোকেইন বিমানযোগে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।
তবে যুক্তরাষ্ট্র এই আইনের বিরোধিতা করেছে। এ ধরনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা বিমান যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়াবে।
২০০১ সালে মাদকবাহী বিমান ভেবে তা ভূপাতিত করে পেরুর বিমান বাহিনী। ওই বিমানে যুক্তরাষ্ট্রের একজন যাজক ও তার মেয়ে ছিলেন। তারা দু’জনেই নিহত হন। সেই থেকে বিমান ভূপাতিত করা বন্ধ রাখে পেরু। কিন্তু দেশটি তা আবার চালু করলো।