ইয়েমেনে ৪ আল-কায়েদা সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ৪:৩৮:৩৭,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মুকাল্লায় মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ৪ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। এপ্রিল মাসে জঙ্গি সংগঠনটি ওই নগরী দখল করে নেয়। এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
অজ্ঞাত পরিচয় এক কর্মকর্তা জানান, চার আরোহী নিয়ে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের গাড়িটি মুকাল্লার আল রাইয়ানা বিমানবন্দরে যাবার রাস্তা দিয়ে যাওয়ার সময় মার্কিন ড্রোন থেকে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি ক্ষেপণাস্ত্র এতে আঘাত হানলে তারা ঘটনাস্থলেই মারা যায়। এর অাগে শুক্রবার একই ধরনের একটি হামলায় আল-কায়েদার তিন সন্দেহভাজন সদস্য নিহত হয়। মারিব প্রদেশে এ ঘটনা ঘটে।