খুনিদের বিচার হবেই: মতিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৩৬,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩২২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী, শিশু রাসেলসহ দেশের অন্যান্য মানুষ হত্যাকারী খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবে। তবেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।’
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘শেখ রাসেল দাবা ক্লাব’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিবেকের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারসহ শেখ ফজলুল হক মনি ও আব্দুর রব সেরনিয়াবাতের তিনটি পরিবারের সকলকে নির্বিচারে হত্যা করেছিল খুনিরা। সেরনিয়াবাতের নাতি সুকান্ত ও বাবুর মতো শিশুরাও ছিল। এদেরকে যখন হত্যা করা হলো, তখন তো মানবাধিকারের কথা কেউ বলেননি।’
যুদ্ধাপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করা করে কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিতেন, তাহলে তারা আমাদের ছাড় দিতেন না।’