মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৮ কিশোরী ও তরুণী নিহত, আহত ২০
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৪৩,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩০৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
সোয়াজিল্যান্ডে মর্মান্তিক এক ট্রাক দুর্ঘটনায় কিশোরী ও তরুণীসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গত শুক্রবার সোয়াজিল্যান্ডের ঐতিহ্যবাহী একটি উৎসবে অংশ নিতে যাওয়ার সময় হতভাগ্যদের বহনকারী খোলা ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ভ্যানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় একটি মানবাধিকার সংগঠন সোয়াজিল্যান্ড সলিটারি নেটওয়ার্কের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মাত্র ১৪ লাখ অধিবাসীর পর্বতবহুল ছোট দেশটিতে এ দুর্ঘটনা ঘটার পর প্রশাসন সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেয় এবং এ ধরনের প্রতিবেদন ছাপাতে নিরুৎসাহিত করে। দুর্ঘটনাস্থলের ছবি তুলতে বাধা দেয়া হয় ফটো-সাংবাদিকদের। বার্তা সংস্থা এপি’র দেশটির উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তিনি বলেছেন, এটি সর্বোচ্চ কর্তৃপক্ষের বিষয় এবং গণমাধ্যমের কাছে কোন খবর প্রকাশ করা যাবে না। তবে মানবাধিকার সংগঠনটির মুখপাত্র লাকি লুখেলে বলেন, আপনি মৃত্যুর ঘটনা চাপা দিতে পারেন না।