আকরামের কাছে ক্ষমা চাইলেন সেই হামলাকারী
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২২,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পাকিস্তানের ক্রিকেটের কিংবদন্তী ওয়াসিম আকরামের গাড়িতে গুলি করেছিলেন সাবেক এক সেনা কর্মকর্তা। এবারে তিনি ওয়াসিম আকরামের কাছে লিখিত ক্ষমা চেয়েছেন। মেজর (অব.) আমিরুল রেহমান ওয়াসিম আকরামকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে, ওই ঘটনাকে দুখ:জনক ও ভুল বোঝাবুঝি উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। এ খবর দিয়েছে ডন। আমিরুল রেহমান আরও লিখেছেন, আমি ও আমার পরিবার আপনার বড় ভক্ত। আপনি আমাদের জাতীয় হিরো। আমাদের গর্ব। আমি কিভাবে আপনার সঙ্গে লড়াই করার চিন্তা করতে পারি। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি ছিল। ৬ই আগস্ট করাচির কারসাজ রোডে ওয়াসিম আকরামের গাড়ির সঙ্গে ঢাক্কা লাগার পর ওই ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে গুলি ছোড়েন। এতে ওয়াসিম আকরামের অক্ষত ছিলেন।