কাউকাপনের ১০ বসরের একটি মেয়ে আহত
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৩৩,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩২৮ বার পঠিত
বিশেষ প্রতিনিধি শামছুন নাহার জলি,
অবশেষে মৃত্যুর হাত থেকে রক্কা পেলো মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কাউকাপন গ্রামের গফুর মিয়ার(৫০) একটি মেয়ে মোছাঃ সেপি বেগম(১০)। তারি সহপাঠী সুবরনা(১০) ও সেজি(১২) মিলে মেয়েটিকে গুরুতর ভাবে আহত করে। লোকজন আসাতে মেয়েটি রক্কা পেলো, যদি লো্কজন না আসতো তবে হয়তো ওই মেয়েটা আজ আর পৃথিবীতে আজ আর থাকতো না। আজ কাল লোকজন সব সময়ই অপরাধ করে বেরাচ্চে তাদের কুনো শাস্তি হচ্ছে না যার কারনে ছোট ছোট শিশুরাও অপরাধ করাতেও একটু দ্বিধাবু্দ করতেছেনা, ধংস হয়ে যাচ্ছে আমাদের এ সমাজ।
অপরাধীদের শাস্তি দেওয়া হউক, যাতে কেও অপরাধ করার আগে একবার হলেও অপরাধের শাস্তির কতা ভাবতে পারে।