বাংলাদেশী মা ও শিশুদের জন্য বৃটেনে ‘সুখী’র যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ৩:২৯:৪৪,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বাংলাদেশে দরিদ্র মা ও শিশুদের সাহায্য করার জন্য বৃটেনের অক্সফোর্ডে যাত্রা শুরু করেছে নতুন একটি দাতব্য প্রতিষ্ঠান। সুখী বাংলাদেশ নামের এ প্রতিষ্ঠানটির লক্ষ্য তহবিল গঠন করা এবং সচেতনতা সৃষ্টি। রোববার অক্সফোর্ডের ইস্ট অক্সফোর্ড কমিউনিটি সেন্টারে ১৫ জন স্বেচ্ছাসেবকে একটি দল প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। এ খবর দিয়েছে স্থানীয় ট্যাবলয়েড অক্সফোর্ড মেইল। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে মা ও শিশুদের জন্য খাদ্য প্যাকেজ সরবরাহ করতে তহবিল গঠন করবে। ভবিষ্যতে বাংলাদেশীদের জন্য একটি অনাথআশ্রম স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে সংশ্লিষ্ট রয়েছেন অক্সফোর্ডের কাউলি ভিত্তিক অক্সফোর্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারেরর পরিচালক ড. হোজ্জাত রামজি। তিনি বলেন, সহায়তা করার জন্য সবার দায়িত্ব রয়েছে। খবরে বাংলাদেশের এ বিষয়গুলো আসে না। কিন্তু অনেক বাংলাদেশী প্রচন্ড কষ্টে আছে আর তাদের দেখার কেউ নেই। তিনি আরও বলেন, সুখী বাংলাদেশের অর্থ হলো খুশি বাংলাদেশ। শিশুরা যখন খুশি তখন তাদের মা সুখি। আর মা যখন সুখি তখন পুরো পরিবার সুখি। আমরা যদি অল্প কিছু জীবন বাচাতে পারি তাহলে আমাদের দায়িত্ব পালন করা হবে।