আরও শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন, ক্যামেরনের ঘোষণা আজ
প্রকাশিত হয়েছে : ৯:০৭:১৬,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বৃটেন আরও বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেবে। স্পেন সফররত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ এক ঘোষণায় অভিবাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে তার পরিকল্পনা ঘোষণা করবেন। কতোজন শরণার্থীকে আশ্রয় দেয়া হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ করা না হলেও, ক্যামেরন এর আগে বলেছিলেন যে হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখবে বৃটেন। সম্প্রতি বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমার মনে হয়, ১০ হাজার অভিবাসী আশ্রয় দেয়ার প্রক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উন্নয়ন বিষয়ক দাতব্য সংগঠন অক্সফ্যাম বৃটেন সরকারের নীতিতে এ পরিবর্তনের ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে। ইউরোপে যে শরণার্থীরা অবস্থান করছেন, তাদের মধ্য থেকে নয়। বরং, সিরীয় সীমান্তে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন শরণার্থী শিবির থেকে অতিরিক্ত শরণার্থী বৃটেনে আসবেন বলে মনে করা হচ্ছে। অভিবাসন-প্রত্যাশীদের আশ্রয় দেয়া নিয়ে সঙ্কট মোকাবিলায় বেশ চাপের মধ্যে ছিলেন ক্যামেরন। পর্তুগাল ও স্পেন সফরে দেশ দুটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে অংশ নিচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন পুনর্গঠন ইস্যুতে ক্যামেরনের ইচ্ছার ওপর গুরুত্বারোপ করা হবে এ আলোচনায়। তবে অভিবাসী সঙ্কট আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বৃটেন ২১৬ জন সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। গত ৪ বছরে প্রায় ৫ হাজার সিরীয়কে আশ্রয় দিয়েছে বৃটেন।