নিত্যপণ্যের দর অস্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৩৬,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৬২ বার পঠিত
হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের বাজার দর কোনো অবস্থাতেই স্বাভাবিক হচ্ছে না।
শুক্রবার বাজারগুলোতে বেশির ভাগ কাঁচাপণ্যের প্রতিকেজির দাম ৫০ থেকে ৭০ টাকার ওপরেই বিক্রি হতে দেখা গেছে। আর এখন কাঁচামরিচ কেজিতে নয়; গ্রাম হিসাবে দর হাঁকান বিক্রেতারা। একশ গ্রাম কাঁচা মরিচের দাম ২০ টাকা। সেই হিসাবে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা বিপাকে পড়েছে বাজারে গিয়ে। হাটহাজারীতে বাজার মনিটরিং না থাকায় গত দুই মাস ধরে লাফিয়ে লাফিয়ে নিত্যপণ্যের দর অস্বাভাবিকভাবে বেড়ে চলছে বলে ক্রেতাদের অভিযোগ।
গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার সদর ও ইছাপুরসহ একাধিক বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি করলা ৬০ টাকা থেকে ৬৫ টাকায় গাজর ৭০ টাকা থেকে ৮০ টাকায় শশা ৫০ টাকা থেকে ৬০ টাকায়, ঝিঙা ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, বেগুন ৫৫ টাকা থেকে ৬০ টাকায়, গোল বেগুন ৮০ টাকা থেকে ৯০ টাকা, পটল ৬০ টাকা থেকে ৬৫ টাকা কাকরল ৬০ টাকা থেকে ৬৫ টাকায়, ভেন্ডি (ঢেড়স) ৬০ টাকা থেকে ৬৫ টাকায়, চিচিঙ্গা ৬০ টাকা থেকে ৬৫ টাকায় , পেঁপে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, দোন্দল (মুলাম) ৬০ টাকা থেকে ৬৫ টাকায়, আলু ২৫ টাকা থেকে ২৬ টাকায়, টমেটো ৮০ টাকা থেকে ১০০ টাকায় এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতিকেজি দেশি পিঁয়াজ ৭০ টাকা থেকে ৭৫ টাকায়, বিদেশি পিঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি দেশি রসুন ৭০ টাকা থেকে ৮০ টাকায় এবং আমদানি করা রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃষ্টির সময় ব্যবসায়ীরা পণ্যের দর বাড়িয়ে দেয়। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের বিপাকে পড়তে হয়। এ বিষয়ে সরকারের কোনো ধরনের নজর নেই।
হাটহাজারী বাজারে আসা ক্রেতা মো. রহিম বলেন, বাজারে ৫০ হতে ৬০ টাকার নিচে কোনো কাঁচামাল বিক্রি হয় না। এতে মনে হচ্ছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এভাবে দাম বাড়াচ্ছে। আসলে দেখার তো কেউ নেই, তাই তারা বিভিন্ন ইস্যু খুঁজে দাম বাড়িয়ে দেয়।
ইছাপরু বাজারের ব্যবসায়ী কামাল বলেন, ব্যবসায়ীরা ইচ্ছে করলেই পণ্যের দাম বাড়াতে পারে না। বর্তমানে দেশে অতি বৃষ্টির কারণে পণ্যের দাম বাড়ছে বলে জানান তিনি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পণ্যের দাম আরো কমে আসবে।
বাজারে ব্রয়লার মুরগির ডিম প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম প্রতি হালি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে ব্রয়লার মুরগির ডিম প্রতি শ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮১০ টাকা থেকে ৮২০ টাকায়।
এদিকে ব্রয়লার মুরগির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম (সাদা) ১৪০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।