স্বামীর লাথিতে অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৫৯,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২০৩ বার পঠিত
স্বামীর লাথিতে তানজিলা রহমান (২৭) নামের এক অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি স্বামীর সঙ্গে রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। গতকাল রাতে মারধরের পর স্বামী শাহ আলম সোহাগ তানজিলাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিলা ও সোহাগ দম্পতির পাঁচ বছরের একটি শিশু সন্তান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপালের পুলিশ ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, তানজিলার স্বামী অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে রাতেই আটক করা হয়। সোহাগের ছেলে সিয়াম সাংবাদিকদের জানিয়েছে তার বাবা তানজিলাকে লাথি মারতে দেখেছে সে।