ডাসারে খালে নারীর লাশ
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৪৩,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২০৮ বার পঠিত
কালকিনি উপজেলার ডাসার থানার কাজিবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামে খালের পানিতে ভাসমান অবস্থায় অর্ধগতিত অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। শনিবার সকালে লাশ ভাসতে দেখে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
এব্যাপারে ডাসার থানার এসআই আব্বাস উদ্দিন বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তার পরিচয় ও মৃত্যুর রহস্য বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।