বাসর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৫৪,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৪৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার উপরটোলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হতভাগ্য বরের দাফন রবিবার সকাল সাড়ে ১০টায় সম্পন্ন হয়।
পুলিশ জানায়, সোহাগ আলী শনিবার বিয়ের পর নতুন বউ বাড়িতে নিয়ে আসে। রাত ১০ টার দিকে নিজ ঘরে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এম এম মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।