পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ মসজিদে অগ্নিকাণ্ড, আহত ১
প্রকাশিত হয়েছে : ৯:৩২:২৪,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫৫ বার পঠিত
পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। লন্ডনে অবস্থিত ‘বায়তুল ফূতুহ’ নামের এই মসজিদটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ৭০ জন ফায়ার ফাইটার্স।
মসজিদটির নিচতলার ৫০ ভাগের বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে দোতালায়ও আগুন ছড়িয়ে পড়ছে। তা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার ফাইটার্সরা।
এ প্রসঙ্গে ফায়ারফাইটার্সদের ইনচার্জ ফিলিপ মর্টন জানায়, বেশ বড় আকারে আগুন লেগেছে। আমরা এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এদিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, একজন ব্যক্তি মাত্র অতিরিক্ত ধোয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।