দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। উক্ত দেয়ালে দুস্থ, অসহায় ও অভাবী লোকজনের উদ্দেশ্যে আমাদের অপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলি স্থান পাবে এবং অভাবী লোকজন তার জন্য প্রয়োজনীয় জিনিসটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
রাজধানীর উত্তরাতে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২৭ মে ২০১৯ আইন বিভাগের সামনের দেয়ালে (বাড়ি: ০১, রোড: ০২, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা) ‘মানবতার দেয়াল’ নামে একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে ।
এই উদ্দেশ্যে মানবতার দেয়ালে কাপড় রাখার জন্য উত্তরা ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অপ্রয়োজনীয় জামা-কাপড় ইত্যাদি প্রতিটি বিভাগে নিয়োজিত সেকশন অফিসারদের নিকট জমা করা যেতে পারে এবং সংশ্লিষ্ট বিভাগীয় সেকশন অফিসার কর্তৃক জনাব মোঃ আতিকুর রহমান, সিনিয়র সেকশন অফিসার, আইন বিভাগ এর নিকট প্রেরণ করার জন্য সকল বিভাগীয় সেকশন অফিসার/সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অনুরোধ জানান।
যে কোনো সময়ে যে কেউ তাঁর সুবিধাজনক সময়ে নিজে বা অন্য কারো মাধ্যমে অপ্রয়োজনীয় জামা-কাপড় ইত্যাদি সেখানে রেখে আসতে পারবেন।
উত্তরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরোক্ত উদ্যোগ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের সহযোগিতা রয়েছে।