ওরাই মা’রবে ওরাই দেখতে আসবে মা’রা গেলে গণভবনে নিয়ে গিয়ে বাপ মাকে একটু আদর করে দিবে-দিপ্তি
প্রকাশিত হয়েছে : ৬:৫০:২৫,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১০৮০ বার পঠিত
শ্রবনা শফিক দিপ্তি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী সংসদ নির্বাচনে স্বতন্ত্র জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন,থাকেন রোকেয়া হলে। অতিতে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নি’র্যাতনের শি’কার হয়েছেন তবুও থেমে নেই।
ডাকসু ভিপি নুরের উপর হা’মলার পর একের পর এক প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন তা হুবহু তুলে ধরলাম, ভারতীয় হাই কমিশনকে আসতে না দেয়ার পরদিন ই এই হামলা। ভারতবিরোধী কথা বলাতে হা.মলা নতুন না। মনে আছে, আবরারও ভারতবিরোধী স্ট্যাটাস দিয়েছিলো।
হাসপাতালে গেছিলাম, হাসপাতাল গেটে নাছিম আর নানক ছাত্ররা তাদের চায় নাই কিন্তু না চাইলেই কি হবে! চারপাশ ঘিরে থাকা ছাত্রলীগের পোলাপান ধাক্কাধাক্কি করে ঢুকাইসে। ওরাই মা’রবে ওরাই দেখতে আসবে মা’রা গেলে শেখ হাসিনা গণভবনে নিয়ে গিয়ে বাপ মাকে একটু আদর করে দিবে।
এই তো হয় এই তো হয় বলে আমরা এটাকেও নরমালাইজ করে ফেলবো। আ’হত পোলাপানের কথা আর কি বলবো ওদের চোখমুখ ফো’লা গায়ে এখনো র’ক্ত হাসপাতালের বেডে শুয়ে কা’তরানোর শক্তিটুকুও নাই,
একজন তো আই সি ইউ তে কত ঘন্টা পেরিয়ে গ্যালো এখনো জাগে নাই। আর কি বলবো? বন্ধু ভারতের মান সম্মান বাঁচাতে দুই একটা লা’শ ফ্যা’লানো তো ফরয এই সরকারের, না হলে তো ক্যামোন হয়ে যায় ইমেজ।