এই ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বাড্ডার সাতারকুল এলাকা থেকে ওই ছয়জনকে তারা গ্রেপ্তার করেন।
“একুশে অগাস্টের গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল কারাগারে থেকে এদের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করাতো এবং সংগঠিত করার চেষ্টা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে।”
গ্রেপ্তারদের কাছ থেকে ছুরি ও খেলনা পিস্তল জব্দ করার কথা জানালেও তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে।