ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ককটেল বিষ্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৪৮,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৭৭৬ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংলগ্ন মধুর ক্যান্টিনের সামনে এ ককটেল বিস্ফরিত হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি সেখানে যায়। তবে কে বা কারা এটি নিক্ষেপ করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘সব সময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায় তারাই এ কাজ করেছে। শিক্ষার্থীরা যাতে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ভয় পায় তারই অংশ হিসেবে এ অপচেষ্টা। আমরা খতিয়ে দেখছি। এ চক্রকে শনাক্ত করার চেষ্টা করছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।