শাবিপ্রবি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল বলেছেন শাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৫০,অপরাহ্ন ২১ আগস্ট ২০২০ | সংবাদটি ৭৭১ বার পঠিত
শাবিপ্রবি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল: উপাচার্য
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল হিসেবে দাবি করেছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্যই আমাদের এ বিশ্ববিদ্যালয়। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। শাবিপ্রবিকে অনন্য জায়গায় নিয়ে যেতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। শাবিপ্রবি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য উদাহরণ। আমরা অন্যদের জন্য রোল মডেল।শাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগদানের তিনবছর পূর্তি উপলক্ষে ইউএনবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক ফরিদ।