লন্ডনে বি.এন.পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:১৬,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় লন্ডন মহানগর যুবদল সহ সভাপতি মাসুদ রানার সার্বিক আয়োজনে পূর্ব লন্ডনের নিদা হাউজে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান-জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং বৈশ্বিক মহামারী করোনা থেকে দেশ ও প্রবাসের দলীয় নেতাকর্মী সহ সকল মানুষের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহতালার সাহায্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শায়ের মোঃ জহিরুল ইসলাম।
লন্ডন মহানগর যুবদল সহ সভাপতি মাসুদ রানার সার্বিক আয়োজনে পূর্ব লন্ডনের নিদা হাউজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন,সাধারণ সম্পাদক আফজল হোসেন,সহ সভাপতি বাকী বিল্লাহ জালাল,সহ সভাপতি আকতার আহমেদ শাহীন,সহ সভাপতি শাহজাহান আলম,সহ সভাপতি সাহনুর মিয়া,লন্ডন মহানগর যুবদল সভাপতি সিরাজুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম। লন্ডন মহানগর যুবদলের সহ সভাপতি নুনু মিয়া,সহ সভাপতি সানুর মিয়া,সহ সাধারণ সম্পাদক জয়নাল হোসেন,সহ সাধারণ সম্পাদক ছয়ফুল আমিন হেলাল,সেন্ট্রাল লন্ডন যুবদল সাধারণ সম্পাদক মোঃ মাছরুল হোসেন,যুগ্ম সম্পাদক ওয়ালিদুর রহমান,যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ এছাড়াও লন্ডন মহানগর যুবদল,সেন্ট্রাল লন্ডন যুবদলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।