যুদ্ধ বন্ধে কোনো আলোচনাই কাজে আসবে না: ইসরাইল
প্রকাশিত হয়েছে : ৯:১০:২০,অপরাহ্ন ১৮ মে ২০২১ | সংবাদটি ৭০২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বর্বরতা বন্ধের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধ থামাতে যে উদ্যোগ ও উদ্বেগ প্রকাশ করছে তা কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন তিনি।
‘যুদ্ধবিরতি’র বিষয়ে বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, এ মুহূর্তে এমন কিছু ঘটবে না। কোনো বাধা, কোনো প্রস্তাব, কোনো আলোচনা কিছুই কাজে আসবে না।
এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
অন্যদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত কয়েকদিনে আমরা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতার প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি ফিলিস্তিন-ইসরাইল সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে; যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আমরা এ পরিস্থিতির দ্রুত শেষ দেখতে চাই।