গুগলের স্মার্টওয়াচ, ফোন ও ওয়্যারলেস ইয়ারবার্ডস
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৪৬,অপরাহ্ন ১৪ মে ২০২২ | সংবাদটি ২৩৯ বার পঠিত
একসাথে তিনটি ডিভাইস বাজারে নিয়ে এলো বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। এগুলো হলো, স্মার্টওয়াচ, স্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারবার্ডস।
গুগলের স্মার্টওয়াচটির মডেল পিক্সেল ওয়াচ। স্মার্টওয়াচের পাশাপাশি স্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারবার্ডস এনেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের মডেল পিক্সল ৬এ। বার্ডসের নাম পিক্সেল বার্ডস প্রো। সম্প্রতি আন্তর্জাতিক ইভেন্টে এসব প্রডাক্ট উন্মুক্ত করে গুগল।
ফিটবিট অধিগ্রহণের পরে পিক্সেল ওয়াচই কোম্পানির প্রথম স্মার্টওয়াচ।এই প্রোডাক্টে একের পর এক দুর্দান্ত ট্র্যাকিং ফিচার নিয়ে এসেছে গুগল। রয়েছে বৃত্তাকার ডিজাইন।
স্মার্টওয়াচটি ওয়্যার ওএস অপারেটিং সিস্টেম চলবে। বৃত্তাকার বেজেলের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। অনেকটা নুড়ি পাথরের মতো দেখতে এই স্মার্টওয়াচ। চাইলে গুগল ওয়াচে এর স্ট্র্যাপ বদল করা যাবে। তবে ২২ মিলিমিটার স্ট্যান্ডার্ড স্ট্র্যাপ এই স্মার্টওয়াচে লাগানো যাবে না।
গুগল জানিয়েছে, গুগল ওয়াচ এ ওয়্যার ওএস ইউআই-এর মাধ্যমে আরও মসৃণভাবে নেভিগেশন করা যাবে। এই স্মার্টফোন ব্যবহারে এক অনন্য অভিজ্ঞতা মিলবে।
স্মার্টওয়াচে থাকছে গুগল অ্যাসিসট্যান্ট ইন্টিগ্রেশন। স্মার্টফোন ছাড়াই এই স্মার্টওয়াচ থেকে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও ঘড়ি থেকেই নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির সব স্মার্টহোম ডিভাইস।