একবার চার্জে ৭ মাস চলবে গাড়ি, আসছে এ বছরই
প্রকাশিত হয়েছে : ৮:১২:১৪,অপরাহ্ন ১৪ জুন ২০২২ | সংবাদটি ২০১ বার পঠিত
বাংলা স্টেটমেন্ট ডেস্ক
কোম্পানি গাড়িটির নাম দিয়েছে লাইটইয়ার জিরো। একবার ফুল চার্জ করার পর এটি শুধু ব্যাটারিতে ৬২৫ কিলোমিটার চলতে পারে। আরো দারুণ বিষয়, একবার চার্জ করলে ৭ মাস পর্যন্ত চলবে। হাইওয়েতে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যেতে পারবে। যদি কোম্পানির দাবি ঠিক হয়, তাহলে কারটি সবচেয়ে সক্ষম শক্তির ইলেকট্রিক কার হবে। এই গাড়ি প্রোডাকশন এ বছর শুরু করতে চলেছে ডেলিভারি নভেম্বর ২০২২ এ পাওয়া যাবে।
লাইটিয়ার জিরো গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি স্টার্ট আপ কোম্পানি। এই কোম্পানি শুধু পাঁচ জন মিলে ২০১৬ সালে নেদারল্যান্ডে শুরু করেছিলেন। এখন কোম্পানি এত বড় হয়ে গিয়েছে যে পাঁচশোর বেশি লোক এখানে কাজ করছেন। কোম্পানি জানিয়েছে যে তারা প্রথম দফায় শুধু ৯৪৯ টি গাড়ি বানাবেন। লাইটইয়ার কোম্পানি গাড়িগুলি ফিনল্যান্ডে তৈরি হবে এবং ভোলমেট অটোমেটিক কোম্পানি এর প্রোডাকশন করবে।
পেট্রোল-ডিজেলের দাম বাড়ছেই। বাড়তি কার্বন এমিশনের কারণে গত কিছু সময় থেকে ইলেকট্রিক গাড়ির চাহিদা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বাজারের বিকাশে বাধা রয়েছে। যেমন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চার্জিং এর সমস্যা। চার্জিং পয়েন্ট দেশজুড়ে সব জায়গায় না থাকার কারণে ইলেকট্রিক গাড়ি কিনতে সাহস পাচ্ছেন না অনেকে। যেখানে পেট্রোল পাম্প ২-৪ কিলোমিটারের মধ্যে মিলবেই, সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জিং পয়েন্ট নেই বললেই চলে। সে কারণে ইচ্ছে থাকলেও অনেকে কিনতে পারছেন না।
একবার চার্জিং পয়েন্ট পেয়ে গেলেও সমস্যার সমাধান হয়ে যায় না। আপনাকে আপনার গাড়ি ফিউল ট্যাঙ্ক পেট্রল ডিজেলে ভরতে এক থেকে দুই মিনিট সময় লাগে। সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে মুশকিলের সামনে পড়তে হবে। ইলেকট্রিক্যাল চার্জ করতে ৪ থেকে ৬ ঘন্টা সময়ের দরকার। এরপরেও একটা সীমিত রেঞ্জ পর্যন্ত এই গাড়ি চলে। ততটা দূরত্ব পর্যন্ত যাওয়ার আগে আপনি যদি নতুন করে গাড়ি চার্জিং পয়েন্ট না পান তাহলে আপনাকে থেমে যেতে হবে। এখন এই সমস্যা থেকে মুক্তি দিতে একটি স্টার্ট আপ কোম্পানি এর সমস্যার সমাধান করে ফেলেছে। কোম্পানি এমন একটি গাড়ি বানিয়েছে যা একবার চার্জ করলে ৭ মাস পর্যন্ত চলবে।
কোম্পানিটির দাবি, যখন আপনার প্রতিদিন ৩৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে এই হিসেবে ফল দেবে। যদি এটি দূরত্ব কম বেশি হয়, তাহলে চার্জ এর মেয়াদ কম বেশি হবে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এই দূরত্বই মোটামুটি প্রতিদিন মানুষ চলেন। প্রতিদিন গাড়ি চালিয়ে লম্বা দূরত্ব ঘুরে বেড়ান না।
তবে গাড়ি যখন আপনি চালাবেন না, পার্ক করে রাখবেন, তখন খোলা জায়গায় পার্ক করে রাখতে হবে। তাহলে গাড়ি সোলার পদ্ধতিতে চার্জ হতে থাকবে। কোম্পানির এই গাড়ি রোদ থেকে শক্তি সংগ্রহ করার জন্য ছাদে ৫৪ বর্গফুটের সোলার সিস্টেম লালাগানো হয়েছে। কোম্পানি এটাও দাবি করেছে যে যদি পর্যাপ্ত রোদ পায়, তাহলে এটি দিনে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।