আদর্শের আতুড়ঘরে জলুক আলো অবিরাম
প্রকাশিত হয়েছে : ৩:৪১:৩৮,অপরাহ্ন ১৮ জুন ২০২২ | সংবাদটি ৪২৩ বার পঠিত
” হে আমার অগ্রজ আদর্শ পুরুষ আপনার জন্মদিনে অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা।
জীবনের বাকিটা বেলা কাটুক অনাবিল শান্তি আর উল্লাসের ছলকানিতে।
সত্য আর ন্যায়ের পথে গতিময় পথচলা থাকুক বিরামহীন।
চামড়ার যোগানদাতা,তোষামোদি আর দালাল চাটুকার, হলুদ সাংবাদিকের তকমা থেকে আমৃত্যু কালিমা মুক্ত থাকুক এ প্রাণ। ”
শুভ জন্মদিন।।
তিনি আমার বড় ভাই
বড় আদরের বড় ভাই।
আমার কাছে তিনি আমার সম্মানের আতুড় ঘর,শ্রদ্ধার পাত্র।আমার কাছে তিনি একজন পর্বতসম মহা মানব।তিনি আমার সাংবাদিকতা জীবনে পাওয়া দ্বিতীয় এবং শেষ আদর্শ।
আমার সাথে তাহার আরেকটা পারিবারিক মধুময় সম্পর্ক ও রয়েছে।তিনি আমার দুলাভাই হোন।
দীর্ঘ সময় ধরে পথ চলায় তার কথাবার্ত আচার আচরণ,আদবকায়দা,এবং সততা দেখে আমি মুগ্ধ।সব থেকে ভালো লাগে যখন দেখি লোকটা সকল স্বজনপ্রীতির বাহিরে বসে পাহারায় থাকেন সমাজ,দেশ ও দশের।
আমি তার কথাই বলছি,
বিশ্ব বাঙ্গালীর কাছে আলোচিত এবং পরিচিত মানুষ রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সায়েব।
তিনি আমার দেখা প্রচার মাধ্যমের এক বাতিঘর।
দেশ তথা গোটা বিশ্বে থাকা সকল সংবাদমাধ্যমের নেতৃবৃন্দ যখন বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর তাকিয়ে দেখেন বৃষ্টি এলো নাকি। ঠিক তখনই যিনি টাকার খেলা সহ অসংখ্য অসংগতি নিয়ে আসেন জনতার দুয়ারে তিনি সেই ব্যাক্তি সুয়েব চৌধুরী।।
রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সুয়েব’র জন্মদিন ছিলো গত১৬ জুন বৃহস্পতিবার। আমার শারীরিক অসুস্থতার কারণে ঠিক সময়ে জন্মদিনে কিছু লিখতে পারিনি বলে মনের কাছে দায়বদ্ধ হয়ে আছি।প্রথমে নিজের কাছে এবং পরে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে ক্ষমার আর্জি নিয়ে হাজির হয়েছি।
এবং সেই সাথে চৌধুরীর জীবন সূর্য যেনো আমৃত্যু মানবকল্যাণে আলো দানে নিবেদিত থাকে এই প্রার্থনা করার আর্জি জানিয়ে বিদায় নিলাম।
লেখক
এস এম শামসুর সুমেল
সাংবাদিক
সাংস্কৃতি কর্মী
লন্ডন
ইমেইল ঃ shamsursumel