২০২৬ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৫০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৫২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের পরবর্তী এই আসরের আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। টুর্নামেন্টে অংশ নেবে ফিফার প্রথম ৪৮টি দল।
১১ ডিসেম্বর, রবিবার যুক্তরাষ্ট্রের ‘এনিবিসি স্পোর্টস’ এর বরাতে এই তথ্য জানা যায়। যদিও এর আগে বিভিন্ন অসমর্থিত সূত্রও একই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
এনিবিসি স্পোর্টস জানায়, ২০২৬ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় (প্রথমবারের মতো) আয়োজিত হবে। গত বৃহস্পতিবার ফিফা বিষয়টি নিশ্চত করেছে। ইতোমধ্যে দেশগুলোর ১৬টি শহরকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছে।
১১টি আমেরিকান ভেন্যু নির্বাচন করা হয়েছিল। এগুলোর মধ্যে পাঁচটি পূর্ব তৃতীয় অংশে, তিনটি দেশের কেন্দ্রীয় অংশে এবং তিনটি পশ্চিমে অবস্থিত। কানাডার দুটি শহর টরেন্টো এবং ভ্যাঙ্কুভার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা আয়োজন করবে। আর মেক্সিকান মেক্সিকো সিটি এবং গুয়াদালাজারা তৃতীয়বারের জন্য (১৯৭০ এবং ১৯৮৬) বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
মার্কিন যুক্তরাষ্টের ১১ স্টেডিয়াম
আটলান্টা – মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম (Atlanta – Mercedes-Benz Stadium)
বোস্টন – জিলেট স্টেডিয়াম (Boston – Gillette Stadium)
ডালাস – এটি অ্যন্ড টি স্টেডিয়াম (Dallas – AT&T Stadium)
হিউস্টন – এনআরজি স্টেডিয়াম (Houston – NRG Stadium)
কানসাস সিটি – অ্যারোহেড স্টেডিয়াম (Kansas City – Arrowhead Stadium)
লস এঞ্জেলেস – সোফি স্টেডিয়াম (Los Angeles – SoFi Stadium)
মিয়ামি – হার্ড রক স্টেডিয়াম (Miami – Hard Rock Stadium)
নিউ ইয়র্ক/নিউ জার্সি – মেটলাইফ স্টেডিয়াম (New York/New Jersey – MetLife Stadium)
ফিলাডেলফিয়া – লিঙ্কন আর্থিক ক্ষেত্র (Philadelphia – Lincoln Financial Field)
সান ফ্রান্সিসকো – লেভির স্টেডিয়াম ( San Francisco – Levi’s Stadium)
সিয়াটেল – লুমেন মাঠ (Seattle – Lumen Field)
কানাডার ২ স্টেডিয়াম
টরন্টো – বিএমও মাঠ (Toronto – BMO Field)
ভ্যাঙ্কুভার – বিসি মাঠ (Vancouver – BC Place)
মেক্সিকোর ৩ স্টেডিয়াম
গুয়াদালাজারা – এস্তাদিও অ্যাকরন (Guadalajara – Estadio Akron)
মেক্সিকো সিটি – এস্তাদিও অ্যাজতেকা (Mexico City – Estadio Azteca)
মন্টেরে – এস্টাডিও বিবিভিএ (Monterrey – Estadio BBVA)