দশমবারের মতো আ.লীগের সভাপতি হলেন শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৪৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৩২ বার পঠিত
টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করে দলটির নির্বাচন কমিশন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টানা ৪১ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছে।
দ্বিতীয় অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনাররা হলেন ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।
নির্বাচন কমিশন প্রথমে সভাপতি পদে প্রার্থী আহ্বান করেন। এসময় সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করা হলে দিনাজপুরের এমপি মোস্তাফিজুর রহমান সভাপতি পদে শেখ হাসিনাকে সমর্থন করেন। পরে সকল কাউন্সিলর সমস্বের সভাপতি পদে শেখ হাসিনার প্রতি সমর্থন জানান।
জানা গেছে, জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সারাদেশের অন্তত ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।