লন্ডনে সাউথ সুরমাবাসীর ভালবাসায় স্নিগ্ধ সমাজসেবী আলহাজ্ব মোঃ তফাজ্জুল হোসেন।
প্রকাশিত হয়েছে : ১২:২১:৩৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ৩১৪ বার পঠিত
বৃহত্তর সিলেটের প্রবীন মুরুব্বী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক দক্ষিণ সুরমার কৃতি সন্তান আলহাজ্ব মোঃ তফাজ্জুল হোসেন এর যুক্তরাজ্যে আগমন উপলক্ষে যুক্তরাজ্য বসবাসরত সাউথ সুরমাবাসীর সাথে মত বিনিময় সভা গতকাল ৯ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের জাইকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জাইমা পাঠাগার লন্ডনের সত্ত্বাধিকারী দক্ষিন সুরমার কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক আমিনুর রহমান আকরামের সভাপতিত্বে ও কমিউনিটি স;গঠক মুজিবুর রহমান হিরক ও সাবেক প্রধান শিক্ষক আফজল আহমেদ এর পরিচালনায় অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার ও কমিউনিটি নেতা বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিএই ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উপদেষ্টা শরীফুজ্জামান চৌধুরী তপন,
দক্ষিন সুরমা সরকারী কলেজের সাবেক প্রভাষক
আব্দুল মুকিত,
কমিউনিটি নেতা
আখলাকুর রহমান লুকু, সাব্বির আহমেদ ছোট, আরশ আলী, মারুফ আহমেদ, আবেদ রাজা, ফখরুল ইসলাম বাদল,এমাদুর রহমান এমাদ, মুরাদ আহমদ, খালেদ আহমেদ চৌধুরী, শেখ মনসুর আহমদ, সুয়েব আহমদ প্রমুখ।
কমিউনিটি এক্টিভিস্ট কামাল উদ্দিনের স্বাগত বক্তবের মাধ্যমে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় যুক্তরাজ্য বসবাসরত সাউথ সুরমাবাসী।
প্রধান অতিথির বক্তবে পাশা খন্দকার বলেন, আজকে দক্ষিণ সুরমার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করেছি। দক্ষিণ সুরমার যে কোন আমন্ত্রণে আমি সর্বদা উপস্থিত থাকার চেষ্টা করি। আজকে উনার মতো একজন সমাজ সেবকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে আরো অধিক ধন্য মনে করছি। যিনি নিরবে নিভৃতে আবৃত্তে সারাটি জীবন সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন । প্রচার বিমুখ এই মহান ব্যক্তি সমাজের যে কোন সমস্যা, বিপদ আপদে সর্বদা এগিয়ে আসেন। মহান রাব্বুল আলামিন এরকম সমাজ সেবক যুগে যুগে সৃষ্টি করেছেন বলে আজও আমাদের সমাজ টিকে আছে।
সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ তফাজ্জুল হোসেন বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, অভিভূত ও চিরকৃতজ্ঞ । আজ আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা আমার কাছে স্মরণীয় থাকবে এবং আমাকে সমাজের কল্যাণমুলক কাজে আরো বেশী অনুপ্রাণিত করবে। সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সমাজের কাজকে এগিয়ে নিতে হবে।আমার সাথে এলাকার কাজে অনেক গুণীজন জড়িত ছিলেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমি তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এলাকার জনগণের কল্যাণে কাজ করে যাব, সর্বদা তাদের পাশে থাকবো । আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই।
অনুস্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -জনাব আলম মিয়া, খসরুজজামান খসরু,বুরহান উদ্দীন, লুৎফর রহমান খান, সাইফুল আলম খান তপন , সালেহ আহমদ জিলান, নাসির আহমেদ শাহীন, আব্দুল রহিম, মোস্তাক,আহমদ, সেলিম আহমেদ, রাসেল আহমেদ,আফজল হোসেন, ইকবাল আহমদ,মাসুক আহমদ, জিয়াউর রহমান জিয়া,মামুন ইসলাম,সাইদুর রহমান, ,জামাল উদ্দিন বাবুল,বাবলু আহমদ, আতাউর রহমান, কবির আহমদ, সুন্নাহ প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল খায়ের সুজন।