সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের অধিক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৪:০৯:১৮,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ১৭৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন আইন ভঙ্গের অপরাধে ১৫ হাজার ৭৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে গত ৫ থেকে ১১ জানুয়ারি সৌদি আরবের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। খবর সৌদি গেজেটের।
গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক নীতি লঙ্ঘন করেছে ৮ হাজার ৭৩২ জন, সীমান্ত নিরাপত্তা নীতি লঙ্ঘন করেছে ৪ হাজার ১৮০ জন এবং শ্রম আইন ভঙ্গ করেছে ২ হাজার ৮২২ জন।
এছাড়া অবৈধভাবে সামীন্ত পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬৫% ইয়েমেনি, ৩০% ইথোপিয়া এবং ৫% অন্যান্য দেশের জাতিগোষ্ঠী। আরও ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে পালিয়ে যাওয়ার সময়।
১৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সৌদি আইন লঙ্ঘন করে অবৈধদের বসবাসের সুযোগ প্রদানের জন্য।
সাম্প্রতিক সময়ে দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে মোট ৩১ হাজার ৮৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২৯ হাজার ৮৯০ জন পুরুষ এবং ২ হাজার ২ জন নারী।